ঘুমেদের ঘুম

ছাইরাছ হেলাল ২৮ নভেম্বর ২০১৬, সোমবার, ০৭:১০:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

ঘুমেরা ঘুমিয়ে গেছে, সেই কখন!
ঘুম, ঘুমোও এবার, স্বপ্নিল স্বপ্নহৃদয়ে ভালোবাসার আগুন জ্বেলে!

নির্ঘুমেরা জেগে থেকেই জাগুক নৈমিত্তিক বাহানায়
হুলো বিড়ালের মিউ ডাক শুনে,
বিড়ালের ইঁদুরখেলা বা ইঁদুরের বিড়াল বিড়াল!
ক্যান্ডি ক্রাশের পিণ্ড চটকে
চোর ধরার চোরপুলিশ খেলে খেলে!
আজগুবি স্বপ্নপ্রেমের ডায়েরি খুলে,
নূতন বা পুরনো কিছু লিখব বা ধ্যাত
কিচ্ছুই লিখব না, লিখে কী হবে! ভেবে ভেবে
ঝগড়ার নিকুচি করে, ডিজিটাল হাওয়াই-মিঠাই ঘেঁটে,
জ্ঞানী মাথায় ঘুমের চৌহদ্দি এড়িয়ে
দিগ্বিজয়ী দুরন্ত অশ্বারোহণ শেষে
বিসূচিকায় রাত পার!

মিহি ঘুমের গলা চেপে হঠাৎ ঘুম জেগে ওঠে
ভাবে, উঁকিঝুঁকি দেয়, চোখ পাতে,
এলো নাকি সেথায় অন্য কেউ বা গেল নাকি সে অন্য কোথাও!
অথচ
নপুংসক, অজ্ঞানী করেছে ভীষণ পণ
ইহ জীবন কোন্‌ ছাড়
পরজীবনেও নোঙ্গর বিহীন নৌকাই হবে
জীবনের একমাত্র সার!

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ