গোলাপ কানন

জাহাঙ্গীর আলম অপূর্ব ৪ অক্টোবর ২০২১, সোমবার, ০৩:২৪:৫৬অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

  1. ফুলের রাণী ফুল কুমারী
    গোলাপ বাগে ফোটে,
    সৌরভ পেয়ে ভ্রমর সবে
    গুনগুনিয়ে ছোটে।
  2. গোলাপ আছে গোলাপ বাগে
    কত রকম ছবি,
    গোলাপ দেখে যুগে যুগেই
    কবিতা লেখে কবি।
  3. গোলাপ গাছে প্রচুর কাটা
    মালিই শুধু জানে,
    মধু খেয়েই ভ্রমর ঘুরে
    ফুলের পানে পানে।
  4. ফুলের প্রেমে অলির গানে
    মুগ্ধ করে সবে,
    ফুলের কালে নতুন রুপে
    বিশ্ব সাজে তবে।
  5. ভালোবাসা যাচনা হয়
    গোলাপ ফুল দিয়ে,
    ফুলের বাগে নানা ফুলের
    কাঁন্না করে  হিয়ে।


  6. রচনাকালঃ
    ১০/০৭/২০২১
  7. স্বরবৃত্ত ছন্দঃ৪+৪/৪+২
    মাত্রাবৃত্ত ছন্দঃ ৫+৫/৫+২
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ