গুটানো রোদের আঁচ

ছাইরাছ হেলাল ১৪ অক্টোবর ২০২০, বুধবার, ১০:১৫:৪২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

শরতের এই বৃষ্টি রোদের সাথে আর
সন্ধি হতে ইচ্ছে করে না,
যুদ্ধ!তাও না, এই আঁচে-পোড়া রোদে;

প্রেম!সে-তো বস্তা পচা বাবু খাইছো/খাবা,
ক্ষুধার্ত হৃদয়ের চিৎকার চেচামেচি,
অতি সাহসী প্রেমিক/প্রেমিকার;

মুখবন্ধে যতটা রোদ যতটা বৃষ্টি ঘিরে থাকতো শরৎ,
সে জলজ জলে অনারোগ্যের বালি।

অপরিচিত অনাত্মীয়ের মত শরৎ এখন
সূঁই সুতোর পরিহাস ভালোবাসা,
কৃতিত্ব এই রোদের-বৃষ্টিকেই দিচ্ছি;

এবার বিদেয় হও, ঝুঁকে পড়া নিষ্ক্রান্ততা নিয়ে,
রূপচাঁদার-জাল তুলে, আলস্যের-চাঁদ গুটিয়ে,
আচানক অভিমান করে হলেও;

ছবি নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ