গুচ্ছ কবিতা

মাহবুবুল আলম ১৫ জুন ২০১৯, শনিবার, ১০:৫৭:২৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আমার কোনো বাজেট নাই []
মাহবুবুল আলম

বাজেট কী বুঝি না
বাজেট তাই খুঁজি না
বাজেটে কী বা আসে যায়;
বাজেট তাই কখন এলো
বাজেট সে কখন গেল
সে-কথা নেই ভাবনায়।

আমার খেতের ধান
হারিয়ে সে কূল-মান
ডুবে মরে জলে
পঁচে যায় সব্জিখামার
পাই না ধানের দাম
বাজেটে, কী লাভ আমার।

বাজেট তারাই বোঝে
তারাই বাজেট খোঁজে
কালো টাকা কীভাবে
সাদা করা যায়
আর, একটা গরুর দামে
একবিঘা ধানের দামে
একজোড়া বালিশ কেনা যায়।

বাজেট ঘোষণায় তারাই পায় সুখ
নেচে গেয়ে মাতে উল্লাসে;
ঝলসানো খাসির রোস্ট
সাথে থাকে কত হোস্ট
রঙিন পানি, গিলে গোগ্রাসে।

তারাই বাজেট বুঝে
তারাই বাজেট খোঁজে
যাদের জীবন হাসে
কড়কড়ে নোটের ভাঁজে
আমার কোনো নোট নাই
আমার কোনো আশা নাই
আমার কোনো বাজেটও নাই।

১৪ জুন ২০১৯

রেসের ঘোড়া এবং বুনো ষাঁড় []
মাহবুবুল আলম

প্রথম উদযাপনের রাতে
উপহার পেয়ে এক
সুগন্ধী গোলাপ;
হয়ে যায় সে রেসের ঘোড়া
হয়ে যায় এক বুনো ষাঁড়।

এরপর থেকে গোলাপের
চোখ ভেসে ওঠলে চোখে
অবাধ্য ঘোড়া এবং
বুনো ষাঁড়ের মত উত্তেজনায়
সারাক্ষণ সে টাল হয়ে থাকে
চোখজোড়া হয়ে থাকে
কোকিলের চোখ।

কিন্তু বাথানের ক্যাকটাসের বেড়া
পেরিয়ে যেতে পারে না আর
অই নেশাময় গোলাপের কাছে।

১৪ জুন ২০১৯

 

মনের বসত কই // মাহবুবুল আলম

মানস তরঙ্গে শিহরিত আবেগের ঢেউ
কোথা থেকে আসে! এই যে হৃদয়-মন
তারই বা বাড়ি কই; কি বা তার পরিচয়
সাকিন ঠিকানা, কিছুতেই এর ভেদ
ভাঙতে যে পারিনা।

তাকে খোঁজে কিবা লাভ বুঝতে চাই
শুধু শরীরের ভাষা, প্রণয় ব্যঞ্জনা তার
লুকিয়ে থাকে কোনখানে
হৃদয়ের কোন সিন্দুকে।

জানি না তাকে চিনি না তাকে ,
তবু তার ইচ্ছা-অনিচ্ছার বলি
রক্ত-মাংসের এই দেহতরী
এ বোঝি জাগায় প্রেম সারাঅঙ্গ খুলি
হঠাৎই ডুব দেয় আত্মসম্মোহণে।

এই ভাল এই কালোমেঘ
বোঝিনা তার ভাও মতিগতি চলাফেরা
কার সাথে কখন সে করে বিচরণ।

মনের কী যে বিচিত্র খেলা-
এইতো ভাসালো আনন্দ-হিল্লোলে
পরেই নিয়ে যায় বেদনার ধূ-ধূ বালুচরে।

 

সেই পাখিটা []
মাহবুবুল আলম

যখন তারে দেখি
তখন আমি
অন্য ঘরের পাখি।

তবু কেন তার কারণে
মন করতো আনচান
দেখলে তার মায়ায় ভরা
মিষ্টি মুখখানী
লাগতো কেমন জানি
পরের ঘরের পাখি হয়েও
ওঠতো নেচে প্রাণ।

হঠাৎ শুনি সেই পাখিটা
চলে গেছে বহু দূরের বনে
জোড় বেঁধেছো
সেই বনের এক
গানের পাখির সনে।

তখন থেকে গান মরে যায়
সুর যে হারায়
বেহালার সুর তারে
মনের ভেতর কষ্ট বাড়ে
কত খোঁজা খুঁজি তাকে
পাই না কোথাও তারে।

সে দিন শুনি বাসার কাছে
সেই পাখিটার গলা
কিচিরমিচির ডাক
ডাক শুনেই বেরিয়ে দেখি
মিষ্টি পাখি দাঁড়িয়ে আছে
অামার ঘরের কাছে
তাকে দেখে আমিতো অবাক।

মুগ্ধচোখে তাকিয়ে দেখি
আগের মতোই মিষ্টি হাসি
সেই অবিকল মুখ
তাকে দেখে মন আকাশে
রঙিন পাখি ডানা মেলে
পাই যে ভীষণ সুখ।

০৮ জুন ২০১৯

 

ছড়াকাব্য- ঘুম []
মাহবুবুল আলম

ঘুমপড়ানী মাসি পিসি
ঘুম যে গেল কই
সারারাত ঘুম আসে না
একলা জেগে রই।

সবাই ঘুমায় আমি শুধু
একলা জেগে থাকি
জেগে জেগে বিছানাতে
নীল বেদনা আঁকি।

রাত্রিও যে ঘুমিয়ে গেছে
জাগবে আবার ভোরে
কার কারণে গভীর রাতে
মন যে শুধু পোড়ে।

কেন আমার ঘুম আসে না
কে নিল ঘুম কেড়ে
আঁধার রাতে ভয়ের দানব
আসে ভীষণ তেড়ে।

ঘুম ছাড়া এ-রাতের প্রহর
ছড়ায় যে উৎত্রাস
একলা ঘরে একা একা
কেমনে করি বাস।

ঘুমের মাসি এসো তুমি
মাথায় বুলাও হাত
দুচোখতে নামিয়ে দাও
গভীর ঘুমের রাত।

তুমি যদি দূরে থাকো
পাঠাও পিসি মাকে
রাত্রিজুড়ে আমায় যেন
ঘুম পাড়িয়ে রাখে।

১৩ জুন ২০১৯

 

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ