গহীনের শীত-সাইবেরিয়া

ছাইরাছ হেলাল ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০২:২৬:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

 

শীত!
কথা বলো এবারে, চোখে চোখ রেখে/
চোখে তাকিয়ে থেকে, এই যে নিয়ে এলে গহীনের শীত-সাইবেরিয়াতে
টেনে টেনে/টেনে হিঁচড়ে, ভালোবাসা-বাসির কথার ফাঁদে ফেলে;

শীত!
ঝটকা মেড়ে কনুই চালিয়ে বা ঐ চোরা-চোখে নখ ফুটিয়ে
পালাতে চেয়েও পালাতে পারিনি/পারিনা, কুহকের বেশে
পথ আগলে দাঁড়াও গায়ে গা ঘেঁষে ঘেঁষে, তীব্র শীতে চুবিয়ে/ডুবিয়ে
ক্রমাগত চিন-চিনে যন্ত্রণার স্রোত জিইয়ে রাখো!
কিংশুক বনের একটুখানি আগুনে আগুন-ছোঁয়া দেবে বলে বলে।

শীত!
ডাইনি তুমি, রক্ত ঠোঁট পেরিয়ে ঐ যে সরু দাঁত দেখা যাচ্ছে,
বুকে জড়ানো এক শীত-ডাইনি আগুনে-ভালবাসার কথা নাকি
ভাবতে বসেছে! ব্যুহচক্র ভেদ করে!

ছবি.........নেটের।

0 Shares

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ