খুনসুটি ৪

নাজমুল হুদা ২৭ জুন ২০২০, শনিবার, ১১:৩১:০৪পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
জানালার পর্দা স্পর্শ করে বাতাস ঢুকছে।
মেঘের ঘ্রাণ শুঁকে কবুতরটি ঘরে এলে
শুভ্র পালক শিশিরের মতো উড়ে যায়
.
ঘোলা দুপুর উত্তাপ মাখানো বর্ষায়
চোখের ভেতরে- আমার কী যেন?
   : কই কই..দেখি!
আঙুল ছুঁয়ে ডুবে দেখো
   : নাই তো কিছু।
স্পর্শ নাকে এবার দেখো
   :ইসস! কী শখ.
.
হঠাৎ---
টিনের চালে বৃষ্টির শব্দে
জোড়া হাসি ঢেউ খেলে
কেউ তো বলে-
               :আচ্ছা, না..না....যাও।
[ছবিটি গুগল থেকে নেওয়া]
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ