খাতা ও কলম

রাহাত হোসেন ২১ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ০৮:০৭:৩৬অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

লাগিবে না মোর ছটা রঞ্জিত বিলাসবহুল মহল,
লাগিবে না সেবা শত দাসদাসী প্রহরীগণের টহল।
লাগিবে না মোর পয়সা কড়ির যত দেন দরবার,
লাগিবে না বাড়ি লাগিবে না গাড়ি বাণিজ্য কারবার।
লাগিবে না মোর ঘোড় সওয়ারী অশ্বারোহীর রথ,
লাগিবে না শত নাম যশ খ্যাতি গালিচা বিছানো পথ।
লাগিবে না মোর সোনার মোহর হীরা জহরদ মণি,
লাগিবে না শত আলিশান চীজ সুখ শান্তির খনি।
লাগিবে শুধু আবেগ ঢালিয়া লেখিয়া যাওয়ার খোড়াক,
পুড়িবো না সেই বিলাসী অনলে যতই মোরে পোড়াক।
পারিবো না ভাই থাকিতে আমি লেখালেখি বিনে,
দিয়ো গো খোদা তৌফিক মোরে বান্দায় দীনহীনে।
তোমাদের তরে লিখে যেতে চাই অমর সস্র বাণী,
ইহা বিনা মোর চাহিবারে কিছু নাই এ ধরায় জানি।
মরিবার পরে ধনভাণ্ডারে নাহি রব আমি বুঝি,
পাইবে আমারে লেখালেখি ভিড়ে আমারও সত্তা খুঁজি।
তোমাদের কাছে পাওয়ার লাগিয়া চাওয়ার কিছুই নাই,
যদি পারো দিয়ো লেখালেখি তরে খাতা ও কলম ভাই।।

রাহাত হোসেন

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ