ক্ষুধার্ত শরীর

সঞ্জয় মালাকার ৫ নভেম্বর ২০১৯, মঙ্গলবার, ০২:৩১:৩৫অপরাহ্ন এদেশ ১৯ মন্তব্য

ক্ষুধার্ত শরীর,,

ক্ষুধার্ত শরীরে, শুধু জল পান,,
সেই কবে কার কথা মায়ের হাতে খেয়েছিলাম
পান্তা ভাত আর কাচা লঙ্কা,
আজ মা নেই, পথেই কাটে বেলা,
বেলাও দিয়েছে স্হান,শুধু শূন্যতা অবহেলা!
মা-গো আমি বিবেক হীন সমাজে
তোমার সেই কিশোরী মেয়ে,
বিশ্ব মানবের ধারে হাত পাতি
শুধু একবেলা অন্ন'জল পাবো বলে!
মা-গো কত দোয়ারে ঘুরেছি
ক্ষুধার্ত শরীরে,
বিবেক হীন মানবের ধারে!
মা-গো কোথাও পাইনি একটু অন্নজল,
শরীর ভাঙ্গার ঘরে।
মা-গো তোমার কিশোরী মেয়ে ক্লান্ত হয়ে পরে,
কেউ আসেনা ধরে,শরীরে দুর্গন্ধ বলে!
মা-গো রাস্তায় থাকি,রাস্তায় খাই..
মা-গো জীবন আছে,শুধু তুমি নাই!
মা-গো কোথায় গেলে দুদণ্ড শান্তি পাই,
দামী কিছু চাইনি মাগো-
যদি জীবন বাঁচাতে একমুঠো অন্ন পাই!
মা-গো হাসেনি মায়ার পৃথিবী
বিশ্ব মানবের মন,
মা-গো আমরা গরীব, তাই হাসেনি সমাজ,
হাসি ঠাট্টা আর ঘৃণা পেয়েছি সারাক্ষণ!
মা একমুঠো অন্ন পাবার আশায়,
রোজ অলি গলি ঘুরে বেড়াই -
তুমি ছিলে যখন, ছিলোনা মা-গো অভাব অনটন ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ