ক্ষুদ্র প্রয়াস

আতা স্বপন ৬ জুন ২০২০, শনিবার, ১০:৫২:০৬অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

পাপের ভারে নুয়ে পরেছে দেহটা
পংকলিতার নর্দমার মাঝে নিমজ্জিত হৃদয়টা,
উত্তপ্ত নরকের বহ্নিশিখায়
সপেছি জীবন।

আল্লাহ আমার ইনতেজারে রত
বান্দা! তুই কবে আসবি ?
কবে তোর দেহের পোড়া গন্ধে
সিক্ত হবে হাবিয়া দোযখ, জ্বলবি আমরন।

মাঝে মাঝে একাগ্র চিত্তে ধ্যানে হারাই
ভাল হবার পন্থা তালাশ করে,
কুটুবু্িদ্ধর বেড়াজালে আর নয়
শয়তান দেখে আর হাসে, ব্যঙ্গাত্তক হাসি।

সর্বাত্তক চেষ্টা তার
রক্ত কণিকায় শিরায় শিরায় বাসা বাধার,
আমার মনমগজের প্রতিটি নিউরনে
অস্তিস্ত হননে ছুটে সে আগ্রাসি।

ওরে পাগল ! ওরে উম্মাদ।
ওরে ইবলিস! ওরে দুরাচার!
শোনরে তুই শোন,
বড়ই মেহেরবান আমার প্রভু ।

উম্মুক্ত তওবার দড়জা সদা
ব্যকুল ক্রন্দনে মাগফিরাত কামনায়,
রহমত দরিয়ায় অপার করুনা ঝড়ে
নিরাশ কি কেউ হতে পারে কভু ।

কালের যাত্রা হরদম ধেয়ে চলে
জীবন প্রদীপ নিভু নিভু প্রায়,
ক্ষয়ে ক্ষয়ে দেহ ইঞ্জিন যবনিকায়
ফিকির খুঁজি সপ্ত নরক হতে বাঁচার।

পবিত্র কর তুনুমন, হে পবিত্র সত্তা!
কবুল কর! ছিটে ফোটা আমল
কবুল কর হে গাফ্ফার! কবুল কর!!
তোমার পথে ক্ষুদ্র প্রয়াস আমার।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ