কোথাও যাচ্ছি না

ছাইরাছ হেলাল ৩০ আগস্ট ২০২১, সোমবার, ০৩:২৩:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

আমাকে বসিয়ে রেখে, আর কোথাও যেতে ইচ্ছে করছে-না, যাচ্ছি-ও-না,
যেতে পারি, কিন্তু কেন যাব?
আশ-কথায় পাশ-কথায় চাতুর্যের বাজ ফেলে ঝাঁ ঝাঁ রোদ্দুরে যেতে তো পারি-ই;
পারি না? পারি তো, যাই-ও;

বাঁকা-নয়ন খাড়া-কানের হাতছানি, ঝিরঝিরে ফিন ফিনে বাতাসে হাসির রোদ ফুটিয়ে;
মনোময় চোখ রাঙা ভজন-সাধন, ফন্দি ফিকির অমরাবতীর স্বর্গ-ভোগ ফসল-বিলাসী চাঁদের হাট,
জলে-নদীদের পুনর্জন্মের বাদ বিসম্বাদের বাতাস ফুড়ে;

সোনাবরণ ইচ্ছেগুলো রঙের খেলায় মাতে, উজ্জ্বল জ্যোৎস্নায়, স্বপ্ন বিহারে;
উত্তাপ-নিরুত্তাপের পিদিম জ্বেলে, এক ঝাঁক টিমটিমে মিঠে আলো ছড়িয়ে;
অস্থির ছায়ার হিস-হিসে ইতিউতি/উঁকিঝুঁকি চকিতে,
অতল-স্বপ্নের পাল তোলা নৌকা চড়ে চলে যেতেই পারি, পারি-ই-তো, যাই-ও;

দূর-ভাসা নৌকায় ফিরি, ফের; নাকাল অসুখে;
গুপ্তচরের মত স্ফটিক ঘাটে-ই (সোনেলা) ফিরি! প্রেমে পড়া শব্দের নোঙর এখানে-ই;
নিরাপত্তার টোপরে;

ছিঁচকাঁদুনে আহাম্মকেরা কাঁদে, কাঁদুক, ঋতু ভেদে, অবিশ্বাসের রোশনাইতে;
গামলা গামলা বর্ষণে সেঁধিয়ে গিয়ে, কাঁপন ধরিয়ে;

হা হতোস্মি………… যেতে তো পারি ই, যাব-না, যাচ্ছি-ও-না।

“The more it changes
The more it is the same things.”

ফরাসি প্রবাদ, স্মৃতি থেকে।

গান ও ছবি নেটের।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ