কোকিলের ডাক শুনতে পাচ্ছি।

ছাইরাছ হেলাল ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার, ০৯:২২:০৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

ক্রুদ্ধ ক্ষুব্ধ হিংসুটে বদমায়েশ,স্বনিয়োজিত
বদ-নজরে কোতোয়াল, কেঁদেকেটে বিলাপ!
এমন শীত পেরিয়ে এসেছে/যাচ্ছে
সবুজের বনভূমি, সাধুতা ও মেধা নিয়েই।
শীত-যাতনার কথা ভুলে;
এই যে বিস্তীর্ণ সোনা সোনা-ধানের
হাতছানি কৃষকের ডেরায়।

আসন্ন উন্মুখ হৃদয় দীক্ষা নেয় দীক্ষা দেয় বদলে ফেলা সময়ের বসন্ত ডাকে।
পুরনো কালে নূতন করে কেউ কী শুনতে পাচ্ছি বসন্ত-ডাক?
বিশ্বস্ত বন্ধুত্বের প্রগাঢ় প্রাণে?

সুবেহ সাদিকের কোকিল ডাকে জাঁকজমকের চাঁদমুখ বসন্ত আগমনী!!
ভালোবাসা-বাসির অকাল/আকাল/বৈধব্যে,
এ-ও-বা কম কীসে!!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ