কৈশোরের স্মৃতি

জাহাঙ্গীর আলম অপূর্ব ১৭ জুলাই ২০২১, শনিবার, ০৭:২৯:১৫পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
স্বরবৃত্ত ছন্দঃ৪+৪/৪+২
  1. কৈশোরের ওই স্মৃতি গুলো খুবই পড়ে মনেই
  2. চ্ছে মতোন ঘোরাঘুরি বন্ধুদের ওই সনে।
  3. কৈশোরের ওই দিনগুলো কি যাই রে কভু ভোলা
    কৈশোরের ওই কথা মনে দেয় যে ভীষণ দোলা।
    হাসি মজার সময় গুলো গেছে কবে চলে
    কৈশোর কেটে যৌবন আসে কভু কিরে বলে।
    কৈশোরের ওই কৌতুহল যে সারাজীবন ঘিরে
    যতোই রে ভাই চেষ্টা করো পাবো কৈশোর ফিরে।
    কৈশোরে ওই নাইতে যাওয়া বিলে ঝিলে নদে ,
    কৈশোরের ওই সময় গেছে ভুল যে পদে পদে।
    রোজ সকালে কিছুর জন্য বড়সড় বায়না
    আমি শুধু সেটাই চাই রে অন্যে কিছু চাইনা।
    কৈশোরের ওই বিকেল বেলা বন্ধুর সাথে খেলা
    বর্ষাকালে নদে ভাসে যেমন রে ভাই ভেলা।
    কৈশোরের ওই সময় শেষে যৌবন আসে যখন
    সাথী পাওয়ার জন্য মনটা মিষ্টি হাসে তখন।
    কৈশোরের ওই  চঞ্চল রাঙা সময় গেছে চলে
    যৌবন আসে যাই যে চলে বৃদ্ধ তখন বলে।
    কৈশোরের ওই কালো চুল ভাই যখন হবে সাদা
    আশে পাশের ছেলেমেয়ে বলবে আমায় দাদা।
    রচনাকালঃ
    ২৪/০৬/২০২১

     

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ