কেমন যেন —-

সীমা সারমিন ১১ অক্টোবর ২০১৩, শুক্রবার, ১২:০৫:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

🙁 খুব খারাপ লাগছে। কেমন যেন সব কিছু হয়ে যাচ্ছে। মানুষের অতভুত সব কর্মকাণ্ড আমাকে খুব কাঁদাচ্ছে। কোন কিছু করার আগে কেন মানুষ ভাবে না যে, সে ছাড়া পৃথিবীতে আরও মানুষ আছে,তার এই কর্মকাণ্ডের উপর ভিত্তি করে অপরের ক্ষতি হতে পারে, কারো জীবন হয়ে যেতে পারে ধ্বংস।

জীবনে চলার পথে অনেক কিছুই দেখা হচ্ছে। অতভুত সব অভিজ্ঞতা চিন্তা চেতনা গুলোকে ছুড়ে ফেলে দিচ্ছে। ঝরা পাতার মত ঝরে যাচ্ছে মনের অনুভূতি, ইচ্ছা শক্তি ও স্বপ্নগুলো। প্রভাবিত হচ্ছে মন ও মস্তিষ্কও, বিপর্যস্ত হচ্ছে সমাজ ও সমাজে বসবাসকৃত মানুষের জীবন।

কেন আমরা শুধু নিজেদের স্বার্থ নিয়ে মেতে থাকি?
কেন আমরা অন্য সকলকে নিজের একান্ত আপন ভাবতে পারিনা?
কেন আমরা অপরের স্থানে নিজেকে কল্পনা করে তার পরিবেশ, পরিস্থিতি ও মনভাবনা গুলো অনুভব করতে পারিনা?

বলতে খুব দুঃখ লাগছে, আমারা মানুষরাই এই পৃথিবীটাকে ধ্বংসের পথে ধাবিত করছি।

আমরা মানুষরা কি পারতাম না বা পারিনা নিজেদের মন মানসিকতা গুলোকে পরিবর্তন করে নিজ স্বার্থ ভুলে একে অপরের হয়ে চিন্তা করে আমাদের সমাজ, দেশ ও পৃথিবীটাকে সুন্দর স্বপ্নের মত সপ্নপুরি গড়ে তুলতে?

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ