কিছু লেখা হয়ে উঠছে না

ছাইরাছ হেলাল ৪ আগস্ট ২০২০, মঙ্গলবার, ০১:০৩:৪৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

কবিতার মত সুন্দর করে কিছু একটি লিখতে চেয়ে
দূরবর্তী-অদূরবর্তী অসম্ভবকে সম্ভবের ছলে ছুঁতে চায়;
বিলাসী মন খর-রৌদ্রকে জ্যোৎস্না ভেবে
আনন্দ-ভাবনার ডালি সাজায়;

আধো-আলোর বারান্দায় দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার সিঁড়ি খোঁজে
অন্ধকারের পিদিম জ্বেলে, নির্ঘুমের রাত চাদরে ঢাকা অস্থিরতাকে
আপন ভেবে কাছে টানে;
নিষ্পলকে চেয়ে থাকা অন্ধ-চোখে নকশী কাঁথার স্বপ্ন আঁকে;

দু’য়ে দু’য়ে তিন বা পাঁচ কী করে হয়!
না-ঘুমের প্রান্তে দাঁড়িয়ে আচমকার কোন এক দৈব-কথনে
জেনে নেবার ভান করে; সাহসী দাঁতের আস্ফালনে।

ঝলমলের শহুরে কথায় কিছুতেই আর কিছু লেখা হচ্ছে না;
শরীরী শিরা ধমনী আগুন আগুন হয়ে জেগে ওঠে না।
গন্ধের কোন ফুলকে আর এখন খুঁজে ও পাই না।

ছবি নেট থেকে।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ