কালো বউ

ইয়াগনিন সুলতানা ১২ অক্টোবর ২০১৪, রবিবার, ১০:০২:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২১ মন্তব্য

লাল টুকটুকে জরির শাড়িতে বউ সেজেছি
তবে টুকুর টুকুর শব্দ করে ঘোড়ায় চেপে স্বপ্নের রাজপুত্তুর আসেনি।
বিকশিত হওয়ার আগেই স্বপ্নগুলো উপড়ে গেলো
বিয়ের সানাই বাজতে গিয়ে থেমে গেলো।

পুতুল ঘরের জিনিসগুলো আজও আছে
পুতুল বৌ আর পুতুল জামাই বিয়ের সাজে
আমার লাল শাড়িটাও পড়ে আছে আলনাটাতে
"বর আসবে " শোরগোল টা থেমে গেছে।

বিভীষিকা সত্যি টা আজ আমার সামনে
আদরের মেয়ে ছিলাম আমি সবার কাছে।
কিন্তু সব প্রশ্নের তীরগুলো আজ আমার দিকে।
হয়নি বিয়ে, আসেনি বর আমায় নিতে
আমি অপয়া,আমি অভাগী বিলাপ চলছে।
বলবে মা,কি দোষটা ঠিক আমার আছে?

বাবার ঘরে আলো করে জন্মেছিলাম
বাড়ির সবার চোখের মণিতে জ্বলেছিলাম।
আমার ভিতর পায়নি আলো ওরা খুঁজে
তাইতো আমি অপয়া হয়ে থাকলাম ঘরের কোণে।
বলতে পারো দোষটা আমার কোথায়?
ঐ কাকটাও যে আজ মুখ ফিরিয়ে নেই আমি কালো বলে।।

 

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ