কেউ বলে বেদুইনের রাত আর কেউ বলে রাতের বেদুইন!
অথচ নিশীথের আড়ালে আবডালে জন্মান্তরে,
নিজের আত্মপরিচয়ে পরিব্যাপ্ত বেদুইন-
অবহেলিত ধূসর মরুর বুকে, হয়েছে পঙ্কিলতায় নিমগ্ন।

হৃদয়প্রাঙ্গনে অভিসারে আসে যে মালবিকা
মরীচিকা হয়ে দিনে কি রাতে, কাব্যের আড়ালে।
নিত্যকালের সন্ধানে নিমগ্ন বেদুইন-
স্বপ্নঘোড়ায় নিরন্তর ছুটে চলে তেপান্তরের মাঠে।

ধরণীর পারে, নিজের শেষ অভিসারে
ছবিতে মূর্তিতে দেবালয়ে দেবীর স্তুতিতে,
পথ দেখানো দখিণা বাতাসের মিষ্টি আলাপনে।
বেদুইন সে ছিলো আছে থাকবে-
মরুরাত্রির অচিন রুপ-রহস্যে, কালপুরুষ হয়ে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ