কাঠ পেন্সিল//

বন্যা লিপি ২১ ডিসেম্বর ২০১৯, শনিবার, ০৯:১৪:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৯ মন্তব্য

পেন্সিলটা আমার আদরেই থাক
কালের গর্ভে না হারাক তোর আবেদনি মোহ আমার থেকে। নিধনকৃত বৃক্ষের অভিশাপ হোক-
হোক নাহয় আশির্বাদের মন্ত্র;
শুরু থেকে শেষঅব্দি রেখা টেনে টেনে রেখে যাওয়া জলছায়ায় চোখ লেগে থাকুক নির্ভুল আলোর ঝলকানি।

আমার বড় স্বস্তি কাঠ পেন্সিলের আখরে!
যতই সাজুক ভুলে ভরা
অক্ষরের পাণ্ডুলিপি-
ইরেজারটা সাথেই রাখি;
হস্তরেখার দাগ নয়;
মুছে ফেলি ভুল শব্দের লেখনী।

মুছে দেই পৃষ্ঠাভরা বধ্যভূমির আগাছাসম
অ-প্রয়োজনের শেকড়!
মনখারাপের ঘরবাড়িতে
একলা থাকার অহংকারি
গর্ব আমার ; বৃক্ষের মত
শুস্ক কাঠের কঠিনতম মধ্যভাগের শীস।
লিখে চলে আপনমনে
ভুল থেকে শুদ্ধহওয়া
কাব্যের আশীষ।

0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ