1. খোকার সাথে কাঠবিড়ালি
    করে ভালো খেলা,
    খোকা জানে বিকেল বেলা
    কাঠবিড়ালির মেলা।
  2. ইচ্ছে খুশি ছুটে চলা
    সবার সাথে দলে,
    কাঠবিড়ালি খোকার সাথে
    শুধু যায়'রে চলে।
  3. কাঠবিড়ালি কোমল দেহ
    হাতে হাতে দিয়ে,
    খাইতে নাইতে নিত্য চলে
    কাঠবিড়ালি নিয়ে।
  4. খোকার সাথে কাঠবিড়ালির
    ভালো বোঝা পড়া,
    কাঠবিড়ালি জানে সেটা
    কাছে গেলে ধরা।
  5. কাঠবিড়ালি সাথে খোকা
    সদা খেলা করে
    যেতে চাইলে কোনো স্থানে
    শুধু পিছু ধরে।
  6. রচনাকাল
    ৩০/০৬/২০২১
    ৪+৪/৪+২