কলঙ্কিনী

সঞ্জয় মালাকার ১ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ০২:৪১:০২অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য
  • সময় আজ স্বপ্ন চুঁড়ায়
    কর্মটা'ই দৃশ্য ভাবায়,
    সত্য মিথ্যে সমাজ নিতি
    চারদেয়ালে বিছানা বন্দী!
    সমাজ বলে বেশ্যা জাতি
    বুঝে না কেউ কাজের গতি,
    নিয়ম নিতু সবি এই পুরুষ ধরে
    নারী জাতের শুধু কলঙ্ক টা সাঁজে!
  • সমাজ বলে কলঙ্কিনী....
    কেউ জানলো না এগতির ধ্বনি,,
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ