করোনা ছুটির দ্বিতীয় দিনে

কামাল উদ্দিন ২৮ মার্চ ২০২০, শনিবার, ০৫:১৫:৩৯অপরাহ্ন সমসাময়িক ২৫ মন্তব্য

পাগলনীটা মায়ের বাপের বাড়ির দূর সম্পর্কের আত্মীয় হয়। সৃষ্টি কর্তার প্রতি তার ক্ষোভ অনেক বেশী। সাইজে একটু ছোট বলে ওকে আমি আক্ষেপ করে বলতে দেখেছি মাটি যদি এতোই কম ছিলো আমাকে বানানোর দরকাটা কি ছিল। দেশের রাজনিতি সম্পর্কে জ্ঞান তার টনটনা। কখনো আসলে ওকে রাজনীতির খোচা দিলে মনে হয় আমিই বরং মুর্খ। অনেক দিন পর করোনা ছুটির দ্বিতীয় দিন ২৭ তারিখে আমাদের বাড়িতে এসে উপস্থিত। করোনা ভাইরাস যে গরিবদেরকে মেরে ফেলার জন্য আল্লাহর বিশেষ মতলব এটা তার কাছ থেকেই আমি জানতে পেরেছি। সে আমাদের বাড়িতে আসার পরই সবাই তো হায় হায় করে উঠলো, কোন ঘরে ঢুকার অনুমতি না পেয়ে বাহির থেকেই কিছু টাকা পয়সা নিয়ে খোদার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে করতে চলে গেল।

নাতনীর বয়স মাত্র চার দিন হলো। দেশে লক ডাউন নিয়ে সে জন্মগ্রহণ করেছে, এখনো ওর নাম রাখা হয়নি। তবে একেকজন একেক নাম নিয়ে দরবারে হাজির হচ্ছে। আমি ভাবছি লক ডাউন নামটাই রেখে দিলে কেমন হয়? আচ্ছা লক ডাউন শব্দটা কি পুংলিঙ্গ না স্ত্রীলিংগ? নাতনীর জন্য প্রয়োজনীয় কিছু জিনিসের ফর্দ হাতে ধরিয়ে ঘর থেকে বের করে দিয়েছে নাতনীর দাদী। কি আর উপায়? দেখেনই তো চারিদিকে মহিলাদের জয়জয়কার। মহিলারা আজকাল বৃদ্ধদেরও কান ধরে উঠবস করায় অথবা গভীর রাতে মোবাইল কোর্ট বসিয়ে সাংবাদিকদেরও কারাদন্ড দিয়ে দেয়। তো বেড়িয়ে পড়লাম করোনার ভয় ত্যাগ করে.......

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ