কবি ও কবিতা

মনিরুজ্জামান অনিক ১৮ মার্চ ২০২১, বৃহস্পতিবার, ১০:৩৭:৫৮অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

 

বইমেলা,

একজন জনৈক কবি দাঁড়িয়ে উনার প্রকাশিত বইয়ের সামনে , প্রকাশনীর স্টলে।

অপেক্ষা প্রিয় মানুষটি স্বয়ং কবির হাত থেকে বই নিবে।

কবির চোখ তৃষ্ণার্ত উটের মতো প্রেয়সীকে খুঁজে।

চোখের দৃষ্টি অস্থির,

এতো মানুষ কিন্তু প্রেয়সীর পদচারণা নেই।

কবির কিছুটা মন খারাপ__

মেঘে ছেয়ে গেছে কবির আকাশ।

অজানা শঙ্কা, যদি না আসে!

 

কষ্টটা বুক পকেটে রেখে কবি হাসিমুখে অটোগ্রাফ দিচ্ছেন কবির শ্রদ্ধাভাজন পাঠকদের ।

মুখে হাসি বুকে শঙ্কা ___

যুদ্ধের দামামা বাজে কবির কানে।

কবি শুনে, কেউ শুনেনা।

 

কলাপাতা রং এর শাড়ি, কপালে রক্তজবা টিপ, চশমার ফ্রেমে আঁটা চোখ ।

ধীর পায়ে এগিয়ে আসছেন, কবির কবিতা, কবির প্রেয়সী।

ঠিক কবির মুখোমুখি।

কবি আর কবির কবিতা।

 

উনি বই নিলেন, বইটা এগিয়ে দিয়ে বললেন অটোগ্রাফ!

কবি তার হাজার বছর পুষে রাখা অবাধ্য ভালোবাসার কলম দিয়ে লিখলেন,

আমার ভালোবাসা আজ মুক্ত,

তোমার শাড়ির ভাঁজেই হোক আমার ভালোবাসার চিরনিবাস।

অতঃপর কবির লিখিত নাম ___

"তোমার কবি মশাই"

 

মেয়েটি কবির হাত ধরে টেনে নিয়ে গেলো গভীর সাগরে, কবি পাল তুলে দিলো,যে দিকে যায় যাক না।

 

কবি চিৎকার দিয়ে প্রকাশককে বললেন,

যদি আমার কোন পাঠক এসে বলে ,

কবি কি আসেননি?

আপনি বলে দিবেন , "কবি তার কবিতার সাথে পালিয়ে গেছে।"

 

জানি ,পাঠক বিস্ময়ে বলে উঠবে ,

"কবি কবিতার সাথে পালিয়ে যায় কিভাবে?"

আপনি বলে দিবেন,  "যেভাবে বসন্ত বারবার পালিয়ে যায় ঠিক সেভাবে।"

 

উৎসর্গঃজয়ীতা জয়ী।

 

 

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ