পারলৌকিক মোহ

রকিব লিখন ২২ সেপ্টেম্বর ২০১৩, রবিবার, ০৭:৪৫:১৬পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

 

অন্ধকারের দিন পুঞ্জে নক্ষত্ররা বিলীন

শরৎ দেখতে আর কত পোহাবে শ্রাবণ

বিদূষী হাসে নদী গহ্বরে বসে বসে

বচনে রতন খোঁজে পঙ্কিল দ্বীপের কাজকন্যা

বীরভোগ্যা বীর রসে ভরা করুণ কাহিনি

মননৌকার পালে উঠে দুর্মদ প্রহেলিকা ঝড়

সেফালী ঝড়ে পড়ে রৌদ্র করোটিকের দাহে

নাম ধারণ করে ঝড়ে ঝরা বিরহী শিউলি

বসন্ত কোকিল যেন শীতে হারিয়েছে গীত

আর গান আসে না বসন্ত নদী বেয়ে বেয়ে

পিরিতির রূপ এখন নগ্ন রূপহীন কদর্য

নারীরা পরী সাঁজতে চায় কল্পনায় ভিজে

দুর্মর জীবনে কত স্বপ্ন করে আঁকিউঁকি

ও কি জীবন চিনে নিস্তরঙ্গ তরঙ্গে উদয়

স্বাধীন সূর্যের আলোয় ভাসাতে মন

কত রং; কত স্মৃতি; কত স্বপ্ন; কত ঢং

করে আয়োজন বিশুদ্ধ পারলৌকিক জীবনের মোহে

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ