কবিতা চর্চার সুখ

নাজমুল হুদা ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার, ০৮:৩৫:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য
আমার প্রেমিকা নাই বললেও, মানুষ বিশ্বাস করে না। তারপর স্বেচ্ছায় নিজেকে প্রেমিক বলে ঘোষণা করি। কারণ নিজের খেয়ে আর কত মানুষকে বুঝানো যায়। এই সমাজে না থাকলেও, এখন বলতে হবে আছে। এটাই হলো আমার ট্রেড মার্ক।
.
খুব চিন্তায় আছি। জানি ভবিষ্যতে শ্বাশুড়িও আমার কবিতা পড়ে মেয়েকে কানমন্ত্র দিয়ে বলবো- বলদি! জামাই কই যায়,না যায় খোঁজ রাখিস। আজকেও একটা রোমান্টিক কবিতা পড়ছি।"
.
তখন আমায় বিশ্বাস না করে, কারো শুনা কথার সহি-শুদ্ধ আমলদার যদি হয় ভবিষ্যত মেয়েরা। ভাবছেন! তখন আমার জীবনটা কেমন ফকফকা দেখা যাবে। খালি আগুন আর আগুন। যাক তখন আমি একটাই বাক্য মুখস্থ করবো-  হ্যালো! ফায়ার সার্ভিস।
.
এই হলো কবিতা চর্চার সুখ, কেউ বিশ্বাস করে না। তেত্রিশ বছর কাটলেও কেউ বিশ্বাস করবে না। জানি এখন আপনারাও "নাই" বিশ্বাস করবেন না।
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ