কখন হবে কিস্তিমাত

ছাইরাছ হেলাল ১৮ জুলাই ২০২১, রবিবার, ১০:৩৩:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

স্রোত-নদীর মত কাউকে চাই,
ভাসবে, ভাসাবে, জলের তরঙ্গে তরঙ্গে,
এক চুমুক-স্রোতে বিষ-জল ছুঁড়ে ফেলে দেবে
সব জ্বালা জুড়িয়ে!!

এমন কাউকে চাই——–
সবুজ-কবিতায় তোলপাড় তুলে
জমানো বুক-ব্যথা মুছে দেবে
শব্দহীন নিবিড় উচ্ছাস-উৎসবে!!

হোক সে রাতজাগা নিরক্ষর বিভ্রান্ত পথের পথিক,
ভুল-ভাল পাসওয়ার্ডে সারাক্ষণ ঘুর ঘুর করে
এ-পাতা থেকে ও-পাতায়, শরীরী ভাঁজে ভাঁজে;
চোখের আগুন ছুঁড়ে ভস্ম করতে ইচ্ছে করে,
গণিতে এত কাঁচা! কী করে অংক শিখবে/শেখাবে
ত্রস্ত হাতে বোতামছিঁড়ে! হিশেব মেলাতে মেলাতে!!

শূন্যস্থানে পড়ে আছে দাবার ছক,
দক্ষ দাবাড়ুর হাতে, বলে কয়ে কিস্তিমাত!
সে তো চাই-ই;

ছবি ও গান নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ