এস্কিমোদের দেশে

ছাইরাছ হেলাল ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১১:১৬:৩৮অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

প্রবল দাপুটে শীত, সুস্থ-শান্ত হয়ে
গৃহস্থালি নিপুণতায়  জাঁকিয়ে বসেছে,
বসবে আরও আরও;

হৃৎপিণ্ডে জড়িয়ে থাকা স্ফীত উত্তুরে হিমালয়-হিম
হা হা হি হি স্বরে উথাল-পাতাল শিহরণে অনায়াস উৎসবে;
মেলে ধরা আধো রৌদ্রের পুরনো শয্যা ছুঁড়ে ফ্যালে
উদ্দামতার রুদ্ধদ্বারে;

আমাকে হিড় হিড় করে টেনে নিয়ে যাবে/যাচ্ছে
এস্কিমোদের দেশে,
শুইয়ে দেবে/রাখবে বরফ ঘরে ফারের কোটে জড়িয়ে,
শীত-শরীরের ইন্দ্রজালে, সুনিপুণ কৌশলে ;

নিঃসঙ্গ নিঃসঙ্গ ভাব নিয়ে ভাবি,
এক ঝটকায় হাত ছাড়িয়ে ছুটে পালিয়ে গেলে কেমন হয়!
অথবা চাইতে পারি, এক মুঠো আগুনে-উষ্ণতা
নিভৃত-বুকে পুষে রেখেছে অনেক-অনেক কাল;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ