এমন করে চাইনা!

রোকসানা খন্দকার রুকু ২০ সেপ্টেম্বর ২০২০, রবিবার, ০৬:০৮:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

হারিয়ে যাবার আগে মনেও হলনা কেউ একজন খুঁজবে তোমায়।

একগামলা বিষ ঢেলে দিলে জীবন যাপনে-

তারপর কখনও অঝোর বৃষ্টি,কখনও আগুন রোদ,কখনও বিষন্ন দুপুর,কখনও তালপাকা গরম

সইতে সইতে দগ্ধ হয়ে গেলাম।

কতভাবে খুঁজেছি,

ইনিয়ে বিনিয়ে কতজনে জানতে চেয়েছি

কেউ দেয়নি সাড়া।

ফেসবুকে বিরাট তালা ম্যাসেন্জারে ইগ্নোর।

বসে গেলাম লিখতে চিঠি,

জানপাখি আছ ক্যামন আমি যে ভালো নেই!

ঠিকানাও তো জানিনা ক্যামনে পাঠাই

আর কি কি করা যায় তাও জানা নেই কারন

আমি তো তোমার মত অতটা স্মার্ট না।

বোকা বলেই অল্পেই খুশি হই প্রেমে পড়ি ভালোবাসি।

তোমার মত অভিনয় করিনা।

হঠাৎ কোনদিন এসে যদি বল কেমন ছিলে

মুখ ভেংচি কেটে আমিও ফিরিয়ে নেব

কথাই বলবনা

আমি কি ফেলনা ইচ্ছে মত খেল।

সংসার আমিও করি

হয়ত তোমার মত সুখের নেই ঢলাঢলি

কিছু একটু তো আছেই

এরপর গেলে আর ফিরে এসনা খাটি খাঁটি বললাম

ওমন করে তোমাকে চাই না আমি।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ