এভাবেই চুপচাপ কাছে এসে

নাজমুল হুদা ২৯ জুন ২০১৯, শনিবার, ০২:৪৮:১৯অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য

এখনও কি তুমি অপেক্ষায় সেই তপ্ত দুপুর পোহাও
অপেক্ষার বেলকনিতে দাঁড়িয়ে
শাড়ি কি পরো আজো একগুচ্ছ ভুলে ভরা নিয়মে।

জানো, আমি তোমার জলপাইয়ের আচারে
হাত ডুবিয়ে খুঁজি তুই তুই ভরা টক ঝাল দুষ্টুমি।

বিলম্বিত সত্য বাক্যে সেদিন
বুঝি যখন- অগ্নি রাগের বরফ কুচি তোমার ভিতরে
মেঘের চেয়ে আরো বেশি শক্তি সঞ্চয়ে জমাট বাঁধে।

হঠাৎ আমি কালো মেঘের ঘরে
তুমুল অস্থিরতায় সিঁড়ি নামতে নামতে পড়ে গেলাম
ব্যথা কী সেদিন- বুঝি উঠেনি এক গাঢ় অনুপস্থিত প্রযত্নে ।

তারপর বারবার তোমার সীমান্তে
নিজেকেই দোষী মেনে অভিযোগ ঢাল ছিলে আমার কাছে
আমাকেও সেদিন- নিয়ে গিয়েছি তোমার খুব কাছাকাছি
জানো নাই-বলবো না আমরা ভুল করেও কোনোদিন
এভাবেই দূরান্তে বসে চুপচাপ ভালোবেসেই কাছে থাকি।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ