এবার নিজেই হোন এষ্টিমেটর ।

সঞ্জয় কুমার ১১ আগস্ট ২০১৪, সোমবার, ০২:৩৩:০৩অপরাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

বিভিন্ন সময় বিল্ডিং এর বিভিন্ন কাজের জন্য আমাদের এষ্টিমেট করার প্রয়োজন হয় ।

আমি নিচে নিজের তৈরি একটা এক্সেল ফাইল দিলাম এটা দিয়ে আপনি সহজেই বিভিন্ন আইটেমের এষ্টিমেট নিজেই করতে পারবেন ।

ডাউনলোড করার আগে দেখেনিন আপনি এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন ।

১) রেশিও বা অনুপাত অনুসারে ঢালাইয়ের কাজের আয়তন /পরিমাণ এবং উক্ত কাজের জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ । (এখানে ইনপুট হিসাবে ঢালাই করার স্থানের দৈর্ঘ্য প্রস্থ এবং ঢালাইয়ের উচ্চতা বা থিকনেস দিতে হবে । )

২) ইটের গাঁথুনি , প্লাষ্টার জন্য প্রয়োজনীয় মালামালের পরিমাণ ।
( এখানে ইনপুট হিসাবে গাথুনির দৈর্ঘ্য এবং প্রস্থ দিতে হবে । )

৩) বিভিন্ন সাইজের রডের ওজন বের করা যাবে । (এখানে রডের ডায়া মিলি মিটারে দেখিয়ে দিতে হবে এবং উক্ত রডের দৈর্ঘ্য ইনপুটে উল্লেখ করতে হবে )

৪) জমির পরিমাপ বের করা যাবে ।
(এখানে জমির দৈর্ঘ্য প্রস্থ ইনপুটে দিলে শতাংশ বা কাঠায় প্রকাশিত হবে)

কারও সমস্যা হলে কমেন্টে জানবেন ।
ডাউনলোড লিংক
https://db.tt/JupEooVe

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ