এটা কিন্তু কবিতা নয়!!

শান ৩১ ডিসেম্বর ২০১৪, বুধবার, ০৪:১১:৫১অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

চারপাশে কেউ নেই
শুধু তুমি একা।
নাকি,
চারপাশে সবই আছে,
শুধু তুমি নেই।
হাটছি,
চোখ বুলিয়ে চারপাশে,
এই ভয় মনে
হঠাতই ,যদি তুমি অতীত হয়ে যাও।
প্রখর রোদে ঝলসে যাওয়া ত্বক,
ঝলসে যাওয়া চোখ,
অনেক দূরুহ প্রান্তে বসে থাকা তোমায়।
সুর্যের কাছে ,
হাজার মিনতি,
আধারে অন্ধ করে ডুবে যেও না।
আধারে ,
তেজী আলো জ্বালাতে
আমি পারবো না।
তাহলে কি মুহূর্তেই অতীত হয়ে যাবে তুমি ?
না সেটা কখনো হতে দেব না,
আধারেও অন্ধের মত হাতরে
খুজবো তোমায়,
তোমায়,
তোমায়,
তোমায়।
তুমি , হ্যা তুমি,
তুমি কি জানো,
ভালোবাসি তোমায়,
কখনো দেখিনি তোমায়,
পাইনি ঘ্রাণ কিংবা স্পর্শ,
তবুও..…

কে এই "তুমি" ?
চিনি না যে তোমায়,
চেনো কি আমায় ?
এই চির অচেনা "তোমার" জন্য ভালোবাসার রক্তে রাঙানো একটি সাদা গোলাপ নিয়ে ঘুরছি,
"তোমায়" দেব বলে।
কিন্তু হঠাতই গোলাপটা নীল হয়ে গেল।
হয়তো বেদনার রং নীল বলে,
হয়তো, বেদনা এখন মিশ্রিত ,
সেই ভালোবাসার সাথে।
কে এই 'তুমি',
কোথায় থাকো,
কি কর 'তুমি',
পড়াশুনা ?
এখনো কি ছোট্ট নাবালিকা তুমি?
তেরোর কোঠা পেরিয়ে,
চুলে কেবল ই বেণী করছো।
কখনো কি ভেবেছ ,
তুমি ই আমার জন্য
কিংবা,
আমি ই তোমার জন্য।
তোমার চোখের ইশারা এখনো পাইনি,
তবুও জানি,
ওই চোখের তীক্ষ্ণ নজর
আমার উপরই থাকবে,
তোমার চোখ থেকে বের হওয়া যে ক'ফোটা
নোনা জল দু'ঠোটের মাঝে আটকে যাবে,
সেটাও আমার ই জন্য,
কিংবা,
আমায় আচ্ছন্ন করে ফেলে
যে চোখের মায়া,
সেও আমার ই জন্য,
আমার ভালোবাসার জন্য।
তবুও কে তুমি ?
তুমি কি আছো ,
নাকি,
অন্ধকারে অন্ধ হয়ে,
তোমাকে অতীত করে ফেলেছি।

'কানামাছি'র এ জীবনে
'কানামাছি' হয়ে কেবল ই ধাক্কা খেয়ে যাচ্ছি।
তবে কি হেরে যাচ্ছি জীবনের যুদ্ধে !
কাপুরুষ আমি ।
যুদ্ধের দামামা বাজার আগেই,
হারের করুণ সুর তুলছি।
তৈলাক্ত বাশ ই আমার সম্বল।
আমার জন্য সিড়ির ধাপ কেটে রাখেনি কেউ।।

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ