একান্তে

রিমি রুম্মান ২০ নভেম্বর ২০১৩, বুধবার, ১০:০৮:২৮পূর্বাহ্ন বিবিধ ২২ মন্তব্য

ক্লান্ত, শ্রান্ত আমি, সাথে বিষণ্ণ গোধূলিবেলা
আঁকাবাঁকা পথের দু'ধারে গোলাপি কৃষ্ণচূড়া
লালচে-নীলচে মিশেলে আকাশ, আলো আঁধারির খেলা
আচমকা পিছনে ফিরে দেখি, ঠায় দাঁড়িয়ে তুমি
হ্যাঁ, সেই তুমি, চোখে যার নির্ঘুম ছুঁয়ে যাওয়া ক্লান্তি
রাজ্যের বিস্ময়, বিস্মিত শিহরিত বিমোহিত আমি
অসহায় কণ্ঠস্বরে বলি, এটা মোহ, ক্ষণস্থায়ী সেই মোহ
কেটে গেলেই ফিরে যাবে নির্দ্বিধায়, নিশ্চিন্তে একান্তমনে
রেখে যাবে শুধুই ক্ষত, দগদগে এক মহাকাল দীর্ঘস্থায়ী ক্ষত__।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ