একাকীর ভাবনা

ছাইরাছ হেলাল ৩০ নভেম্বর ২০১৬, বুধবার, ০৪:৪৫:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

এই রাত্রি,
যা লিখি, যা কিছু লিখি, যা লিখতে চাই, যা লিখব,
ভাবো, সবই তোমার?
ঐ যে কুমারী চাঁদ, দুধজ্যোৎস্না, নীলাকাশ, কাচরাত্রি
আয়নাজলেভাষা পদ্ম;
এ সবই কি তোমার! ভাব?

একলা পাহাড়, জনারণ্যের কোলাহল,
জ্যোৎস্না ছোঁয়া জল, পায়রার বাকবাকুম,
আততায়ী বাতাস, অজস্রতম শিশির কণা,
এই যে কথা না রাখা, অবিশ্রান্ত শয্যা প্রহর,
মুহুর্মুহু ভাঙা হৃদপিণ্ড-পাঁজর!
শুধুই আমার, সে কারোরই নয়;

কন্দর্পকান্তি ঈশ্বরের বরপুত্র?
বৈকুণ্ঠ? অমরাবতী? ইরাবতী? ধানসিঁড়ি?

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ