একলব্য

ভোরের শিশির ৯ ডিসেম্বর ২০১৫, বুধবার, ০৯:৩২:২৬অপরাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

বড়শিতে জোছনা লাগিয়ে উঁকি দিচ্ছে আদুল চাঁদ, মেঘ পুকুরে ধরবে তারা।
আবদার তার শীতল রামধনু আসনের, মুঠো ভর্তি সময়; চিবিয়ে যাবে ইচ্ছে মতন।
এক কুড়ি দুই, তারা ভর্তি কোঁচড় সূর্য ছুঁই ছুঁই; এই বুঝি উঁকি দিবে
ছটফটিয়ে লজ্জা পেয়ে মেঘ হাসলো, আদুল গায়ে সূর্যের আলেয়ান জড়ানো।
সেই যে ডুব দিলো সূর্যের পিছে, দিনান্তেও দেখা নেই আর।
মেঘবালিকার কান্না রোজ, তারা শিকারী খোঁজে;
ঐ দূর নিচে মৃত্তিকা, আদমের মেহনে মত্ত।

( শুন্যাপু, আকাশপানে লেখাটির Prologue বলতে পারো এই একলব্যকে)

উৎসর্গঃ শূন্যালয়ের শুন্যাপুকে

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ