একটি শিক্ষণীয় গল্পঃ

ইকবাল কবীর ২৫ নভেম্বর ২০১৮, রবিবার, ০৬:১২:৩৪অপরাহ্ন অন্যান্য ৪ মন্তব্য

স্কুল শিক্ষক বাবা পরিক্ষার খাতা দেখছেন। সাত বছরের একমাত্র মেয়ে লুকোচুরি খেলবে বলে বার বার বাবার কাছে আব্দার করছে। হঠাৎ বাবার মাথায় বুদ্ধি এল কি করে মেয়েকে ব্যস্ত রাখা যায়। তাই তিনি একটি মানচিত্র ছিরে কয়েক টুকরা করে মেয়ের হাতে দিয়ে বললেন যাও মা যদি তুমি মানচিত্রটি জোরা দিয়ে আনতে পারো তাহলে আমি তোমার সাথে খেলতে যাব। কিছুক্ষন পর মেয়েটি মানচিত্র জোরা দিয়ে নিয়ে আসল তাই দেখে বাবা খুব অবাক হল। সাত বছরের মেয়ের পক্ষে মানচিত্র জোরা দেওয়া সম্ভব না। যাইহোক ওনি খুব আদর করে মেয়েকে কোলে বসিয়ে জিজ্ঞেস করলেন মা’ মানচিত্র তুমি নিজে জোরা দিয়েছ? মেয়ে বলল হ্যা আমি দিয়েছি। বাবা জিজ্ঞেস করলেন কিভাবে করলে তুমি? তখন মেয়ে মানচিত্র উল্টে বলল দেখ আমি  পিছনে একটা কার্টুন একেছিলাম গতকাল। আমি আমার আকা কার্টুন জোরা দিয়ে উল্টে দেখি মানচিত্র জোরা লেগে গেছে।

শিক্ষাঃ যে কোন কাজের সাফল্যের পথ অনেক থাকে। আপনাকে শুধু চেষ্টা করে যেতে হবে, যদি চেষ্টা থাকে তাহলে সাফল্য কোন না কোন ভাবে আপনার কাছে ধরা দিবে। নেভার গিভ আপ!!

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ