একটি পতাকার জন্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ১০ এপ্রিল ২০২১, শনিবার, ১১:০৭:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. একটি পতাকার জন্য,
  2. হাজারো মায়ের কোল খালি হয়েছে,
  3. হরিত হয়েছে মা ও বোনের ইজ্জত।
  4. লুন্ঠন হয়েছে গৃহের পর গৃহ,
  5.   লুন্ঠন হয়েছে কত কি।
রায়ের বাজার বদ্ধ ভূমি পরিণত হয়েছিল
লাশের ভগ্ন স্তূপ ,কষ্টে জর্জরিত বেদনার স্থানে।
একটি দেশের জন্য,
একটি জাতির জন্য,
মুজিবকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হতে হয়েছিল,
শুধু নিজস্ব সংস্কৃতি জন্য,
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ।
যার জন্য বাস্তুচ্যুত হতে হয়েছে কত বাঙালিকে,
আর বুভুক্ষা থেকেছে কত দিন।
রচনাকালঃ
০৮/০৪/২০২১

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ