এই শহরের সেই মেয়েটি

সিকদার সাদ রহমান ২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ০৩:৫০:৩৫অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

#এই_শহরের_সেই_মেয়েটি

এই শহরেও একটি মেয়ে আছে
যে শাড়ি পরে।
লাল নীল বাতি আর ইট পাথরের মাঝে
প্রতিমা প্রতিকে হেঁটে চলে।

এই শহরের সেই মেয়েটি
মবিল পোড়া গন্ধে শাড়ির আঁচলে নাক লুকায়
কপালে লাল টিপ দিয়ে
কর্পোরেট অফিসে চাকরি করে

কাঁধে ব্যাগ ঝুলিয়ে
রংগীন স্বপ্ন নিয়ে পিচ ঢালা পথে
ঘামে, তাপে খরায় একাকার হয়।

এই শহরের সেই মেয়েটি সুদর্শণা
কোমল হাসি আর ঠোঁটে লেগে থাকা লিপস্টিক
আমার কবিতায় ভাসে।

তার দিকে আমি চেয়ে থাকি অপলক,
কখনও দূর থেকে দেখি
কখনো কাছে থেকে,
কখনো লুকিয়ে দেখি

তাকে ভালোবাসি বলা হবে না,
সে আমার প্রেম নয়, কল্পনা!

এই শহরের সেই মেয়েটি মায়াবতী,
তাকে আমি ভালোবাসি,
বলা হলো না, বলা হবে না!
সে আমাকে ভালোবাসবে?
নাকি ভালোবাসতেন,
জানা হলো না, জানা হবে না!

#সিকদার_সাদ_রহমান
২৭-০২-২০২০

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ