ঋতুচক্রে বাংলাদেশ

জাহাঙ্গীর আলম অপূর্ব ৬ জুলাই ২০২১, মঙ্গলবার, ০৯:০৪:১৮পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
৬+৬/৬+২ মাত্রা বৃত্ত
  1. বাংলাদেশের ষড়ঋতু ওই
  2. আসে নানাভাবে তাই
  3. এমন স্নিগ্ধ পরিবেশ বুঝি
  4. ধরা বুকে কভু নাই।
  5. হঠাৎ বৃষ্টি বর্ষাকালের
  6. থামে না'তো কভু
  7. বর্ষার রাণী যে কদম কেয়া
  8. ফুটে যায় ভাই তবু।
  9. নদীর তীরের ফোটে কাশফুল
  10. ইচ্ছে করে তুলে নিতে
  11. শীতের হিমেলে খেজুরের রস
  12. পিঠাপুলি ওই গীতে ।
  13. বসন্তেরই আগমন শুনে
  14. কোকিল গাইছ গান
  15. সবুজ বৃক্ষে নতুন সাজের
  16. জুড়ায় রে মন প্রাণ।
  17. আম জাম লিচু পাকে ফল কিছু
  18. খেতে মজা ভালো
  19. পাকা জাম ওই দেখতে ভাই'রে
  20. ভীষণ ভীষণ কালো।
রচনাকালঃ
০৫/০৭/২০২১

 

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ