উড়ো চিঠি

আরজু মুক্তা ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:৪৮:২২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

একদিন, ঘুম ভেঙ্গে দেখবে

সকালের সোনা রোদে

উড়ো চিঠি, উড়ে এসে

পড়ছে মেঝেতে।

 

কি ভাবছো ?

অক্ষরগুলো দুঃখ জড়ানো

অথবা শোকের প্রলাপ ?

হতেও তো পারে সুখের কথা !

নয়তো শব্দগুলোতে

এলোমেলো আনন্দের ব্যাখ্যা !

 

সুখ হলে, ছড়িয়ে দাও মিষ্টি ভোরে

দ্বিগুণ হবে।

দুঃখ হলে, নিজের কাছে রাখো

একান্তে নিভৃতে,

শিহরিত হও অনুভবে।

 

চিঠি কে পাঠালো

কিবা আসে - যায় তাতে ?

 

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ