উপলক্ষের বৈশাখ

ছাইরাছ হেলাল ১৬ এপ্রিল ২০১৯, মঙ্গলবার, ১০:০৪:০৫পূর্বাহ্ন রম্য ২৬ মন্তব্য

 

‘আপনার তো খালি উপলক্ষ হলেই হয়’

কবির কথা যায় না ফ্যালা!! চলুন যাই এবার উপলক্ষের খোঁজে।

উছাস উছলে রাঙ্গা পিরান গায়ে চাপিয়ে সুগন্ধি তেলে টাক মেখে, ঢাউস বাহারি টুপিতে টাক লুকিয়ে,
ঢ্যাঙ্গা ঠ্যাং এ সরু জিনস বাগিয়ে হেলে দুলে মেলায় যাইরে ভাঁজতে ভাঁজতে বৈশাখী মেলা প্রাঙ্গণে
উপলক্ষের খোঁজে। থিক-থিকে গিজ-গিজে বেজায় ভিড়ে বাজে গরমের দুর্বিষহতা থির থির করে কাঁপছে,
এই ঘোর অপরাহ্ণে-ও। যথেষ্ট জেল্লা না ছড়িয়েই এ মাথা ও-মাথা কয়েক পাক দেয়া শেষ।
কিন্তু উপলক্ষ!! কোথায়? কোথায় সে পামর/পামরী?

আসুন এবার কল্প-রাজ্যের চিন্তা-বিহারে।

১.

কিন-কিনে রিনরিনে কণ্ঠে ভেসে ভসে এলো..........বৈশাখের,
* এখানে-ও!! ইচ্ছে কী!! (শয়তানি হাসি চোখ-জুড়ে)
** কিচ্ছু না, এই একটু উপলক্ষকে খুঁজছি।
* বটে!! (শয়তান এবার দাঁত দেখাচ্ছে/খেলাচ্ছে/কেলাচ্ছে বিশ্রী ভাবে) নূতন খেলা বুঝি!!
** কথা না বলে কৃত্রিম চোখ পাকালাম,
* এখন আর ভয় পাই না, বলে দিব কিন্তু সবাইকে ......... সেইইইইইইই সব কথা,
** পাড় কুঁদলি, একটা!!

২.

বৈশাখ বলে

* আর টেকা গেল না!! হামলে পড়তে হলো!! ভীমরতি আর কাকে বলে!!
কালে কালে শেষ কাল তাও মনে থাকতে চায় না!!
** ইয়ে, মানে উপলক্ষকে খুঁজছি!!
আবার ন্যাকামো!! একটু পরেই দেখব ইনিয়ে বিনিয়ে তিল কে তাল/বেল না, কচু সাজিয়ে পটপট করে সোনেলায় নামিয়ে দিচ্ছে। লজ্জা শরমের মাথা খেয়ে, আর কত আজগুবি ফালতু লেখা আমাদের খেতে হবে!! আর দেখতে ইচ্ছে করে না, তা কত করেই না বলি, কে শোনে কার কথা!! ভণ্ড-বক-তপস্বী!! ফের যদি প্রেমের প্যানপ্যানানি দেখি তা হলে কিন্তু খবর আছে!! টগবগ করে প্রেম!! এখান থেকে না ভাগলে কিন্তু খবর আছে।
** মনে মনে গান গাচ্ছি, তারায় তারায় রটিয়ে দেব............

৩.
বৈশাখ হ্যাসকা টানে দিঘীর পাড়ে নিয়ে গেল,
* সত্যি করে জানতে চাই, এখানে কী!!
** ছুঁয়ে বলছি, কিচ্ছু না, উপলক্ষকে খুঁজি!!
* মুখের কিছুই আটকায় না!! হায়রে মিথ্যার কী এক দারুন বেসাতি!! ছোঁবে-না বলছি।
এই বুকে কান রেখে দেখ তো কোন ঝড়ের শব্দ পাও কী-না!!
** (মিথ্যেতেই বলেছি) কৈ!! না তো কিচ্ছু শুনতে পাচ্ছি না।

এরপর শুধুই ইতিহাস, কাঁদা মাখা অবস্থায় গলির ঘুর অন্ধকার পথে আপনাদের সোনেলায় এসে সব সত্যি বললাম, উপেক্ষার সাথে দেখা হওয়া হলো-না আর!!

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ