উনিশ শতকের প্রেম

নাফিছা সুলতানা ইলমি ৯ মার্চ ২০২০, সোমবার, ১১:৩৮:৪৭পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আমি তোমাকে একটি চিঠি লিখব।
উনিশ শতকের সেই লাজুক প্রেমিকার মত।
সামনে বিনুনি এলিয়ে,
বাড়ির সবাইকে লুকিয়ে
ঘরের এক কোণে বসে,
দুই পাতার একটি চিঠি।
যেখানে থাকবে হৃদয় নিংরানো কিছু বাক্য,
সাথে থাকবে চোখের দু'ফোটা অশ্রুর দাগ ।
আর থাকবে আমার হাতের স্পর্শ।
যেই হাত পরম যত্নে লিখবে
তোমার জন্য একটি চিঠি।
আমি নব্বই দশকের সেই প্রেমিকা হতে চাই।
শাড়ির পাড় উঠিয়ে হালকা সেজে দাড়াব তোমার সামনে।
হালকা ছুয়ে দিতে আমার কপালের সোজা টিপটা ইচ্ছা করেই আরেকটু সোজা করে দিবে তুমি।
আমি লজ্জায় লাল হয়ে চোখ ঘুরিয়ে নিব তোমার চোখের থেকে।
আমাদের হয়ত হাতে হাতে রাখা হবে না।
কিন্তু প্রতিটি পথ চলব একসাথে।
চোখ দুটো ভরা থাকবে স্বপ্ন দিয়ে।
সুন্দর সোনালী রঙের ভোর দেখব একসাথে।
একই স্বপ্নে বিভোর থাকব আমরা।
ছোট ছোট স্পর্শগুলোতেই চমকে ছিটকে সরে পরব কিছুটা দূরে।
পরষ্পরের চোখে থাকবে উপচে পরা ভালবাসার ছায়া।
চল না, উনিশ শতকের প্রেমিক প্রেমিকা হয়ে যাই।
যেখানে সব কিছুর অভাব থাকলেও ভালবাসার কোন অভাব থাকবে না।
হয়ত তোমার চাকরি থাকবে না।
হয়ত বেলা বোসের মত অন্য কোথাও বিয়ে ঠিক হবে আমার।
কিন্তু জানত, এই শতকের মত মিথ্যে দিয়ে ঘেরা হবে না আমাদের ভালবাসা।
হবে একবার,আমার উনিশ শতকের সেই স্বপ্নের প্রেমিক?

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ