ঈশ্বরের সততা

নাজমুল হুদা ২২ জুন ২০২০, সোমবার, ০৮:৩৭:২১অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
জন্ম দিলে আমি সানন্দে চিৎকার করলাম।
.
কিছু গ্রহণযোগ্যতায় আমাকে প্রস্তুত করো
আর নয় মালবাহী ট্রাকের মতো নিরবে
আমাকে যৌবন দিলে,আমি শর্ত দিবো
সুখ কিংবা দুঃখ দিলে,চিৎকার করবো।
.
তারপর কোনো চুড়ুই পাখির শহরে
একটা ঘুম দিলে আমি কিছুই বলবো না
তুমি সজাগ দেখো- ওরাও আসবে
থমকে দাঁড়াবে,একটা ঘুম খোঁজবে।
 .
কোথায়, এই জাগতিক সংলাপে-
আমার চেয়ে তোমাকে কেউ বেশি শিখেনি
তুমি ধ্বংসাত্মক পাহাড় সাজিয়ে ডাক দিও
শেষ প্রশ্নোত্তর জেনে নিও সেদিন-
বিরতিহীন অনিদ্রা ব্যর্থতম এক সভ্যতায়
তারার মতো খসে পড়ে; তোমার সততায়।
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ