“ঈদ শুভেচ্ছা

মনির হোসেন মমি ৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, ০৯:০৪:১৯অপরাহ্ন বিবিধ ১৫ মন্তব্য
ব্যাস্ত সবাই গরু নিয়ে
কে আগে কে পরে কিনবে
আগে কিনলে কি লাভ
পরে কিনলে যত লাভ
আবার হতেও পারে হিতে
বিপরীত,
নাই নাই হা হুতাসে,
বেশ দাম দিতে হবে কোরানীর
অনিশ্চয়তাতে,
ছেলে মেয়ে বয় বৃদ্ধ ছুটছে সবাই
গরুর হাটে,
দেখতে গেলেও হয় না কেনা
হাটের ডিষ্ট্রিক ঘুড়তে কেউ
কম যায় না।
ইচ্ছে আমার ইচ্ছে তোমার
ছেলে মেয়ের ইচ্ছে আবার
ঐ হাটের ঐ সেরা গরুটা
কিনতে হবে সবার আগে।
অবশেষে পেলেন গেদা
হাটের মধ্যে মোটা তাজা গরু যেটা
খোকা বায়নায় কিনতে গিয়ে
ব্যাংকের টাকা সব উজার করে
ভাবছেন এবার গেদা
কোরবানীর শর্তের হাদিসে
হালাল অর্থ লাগবে যে,
মাথায় হাত গেদার বাপ
গরু কিনে হলো কি লাভ,
কেনা গরুতে লাগল যত টাকা
সবইতো ভাই কালো টাহা।

কোরবানীর শেষে তার বর্জ্য আবর্জনা এবং রক্ত একটি গর্ত করে ফেলুন।গর্তটি অবশ্যই মাটি দিয়ে ভাল করে ভরে দিতে হবে।মনে রাখবেন নিজে এবং অন্যের তথা সমগ্র প্রানীকে সুস্থ্য ভাবে শ্বাস প্রশ্বাস নিতে উজ্জীবিত হওয়া একজন সু নাগরিক হিসেবে আপনার দায়ীত্ব।

ঈদ মোবারক -{@

11928750_1023928574292741_960829545544829701_n

 

৩৩৮জন ৩৩৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ