ইদ মিলনানন্দ

ছাইরাছ হেলাল ১ আগস্ট ২০২০, শনিবার, ০৯:৪৩:২৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

হারিয়ে যাওয়ারা স্মৃতি হয়ে বেঁচে থাকে
স্মৃতি হয়ে উঁকি দেয় চুপিসারে,
জীবন হয় না;

ঋতুরা ফিরে আসে, ফিরে ফিরে আসে,
স্মৃতিরা বিস্মৃত হয়, পত্র পল্লব-হীন মরুময় প্রান্তরে;
চোখের রেখায় ধরা দেয় না;

ইদ আসে, নিয়ম করে, নিয়ম মেনে,
স্মৃতি হয়ে যাওয়া ক্যানভাসে আঁকা ইদ!! কৈ?
সে তো আসে না;

আকাঙ্ক্ষা দিয়ে ডাক পাঠাই,
ইদ ফিরে এসো, ফিরে এসো বলছি,
বৃষ্টির জমাট বাঁধা এই ইদের মিলনানন্দে।

ইদ শুভেচ্ছা, সোনেলার সোনাদের।

ছবি নেট থেকে।

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ