ইচ্ছে ডানা!

রোকসানা খন্দকার রুকু ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৮:৫৫:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আজ ভীষন ইচ্ছে করছে হেমন্তের এই শেষ বেলায়,
তোমার কাছ থেকে একগোছা ফুল পেতে।

যেমন মিশিয়ে আনতে কয়েকটা রজনীগন্ধা, গোলাপ সাদা হলুদ আর একটা লাল।

লালটা গুঁজে দিয়ে খোপায়- এই তোমার বয়স কি বাড়ছে না?
বাকিগুলো সুভাস ছড়াত মাতাল রাতে।

আজ ভীষন ইচ্ছে করছে তোমাকে ছুঁয়ে দিতে আর একটু ছোঁয়া পেতে,

কপালের সেই চুমুটা, মনে আছে তোমার?

তোমার মত কি কেউ পারে?

জানব কেমন করে, তোমার কাছ থেকে পাবার পর মন এতটাই ভরে গিয়েছিল;

আর কারও কাছ থেকে পাবার বাসনাও জাগেনি।

ইচ্ছে করছে সেই তীব্র আলিঙ্গন পেতে যেটাতে আদৌ পাপ ছিল না।

ছিল বহু সময় পরে দেখা হবার প্রশান্তি, প্রশ্রয়, আশ্বাস।

লুকিয়ে পড়তাম তোমার লোমশ বুকে কাঁকড়ার মতন।

সে যেন হাড় কাঁপানো শীতের তীব্রতা,

খুব জোরে জাপটে ধরে লুকিয়ে পড়া অনাদি অনন্তকাল, একশীত থেকে অন্যশীতে।

হেমন্তের এই আকাশ ভরা সাদা-কালো মেঘ সরিয়ে ;

আসবে তুমি একটু ফিরিয়ে দিতে, নিতে?

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ