ইচ্ছের ইচ্ছে

তামান্না ২ ফেব্রুয়ারি ২০১৫, সোমবার, ০৯:০৫:০৪পূর্বাহ্ন বিবিধ ১০ মন্তব্য

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
দিনশেষে কেউ বলুক-
এবার থামো,
অনেক হয়েছে অভিমান।
এবার নাহয় একটু হাসো।
দম নিয়ে নয় মন নিয়ে আজ
প্রাণটা ভরে খানিক বাঁচো।

ইচ্ছেরও খুব ইচ্ছে করে
কেউ থাকুক-
সময়ে বা অসময়ে
নিশ্চুপ সাথী হয়ে।
না খোঁজে শঙ্খ বরণ গোলাপ
ঘাসফুলেই বাড়তো অবুঝ প্রলাপ।
বলতো হেসে দস্যুরানী
তোমায় দিলাম আশয়খানি,
সাতরঙ্গা সব অনুভবে
আমায় নিয়ে বাঁচো।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ