আহলান সাহলান মাহে রমজান

আতা স্বপন ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ০১:১২:২৫অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
আহলান সাহলান
মাহে রমজান।
এসো সবে তারাবী পড়ি
সেহরী খেয়ে রোজা করি।
এ মাসের মহান শিক্ষায়
নিবেদিত হই আর্তের সেবায়।
করোনার এই কোয়ারেন্টাইন
রমজানে হোক কুরানটাইম।
এসো সবে কুরআন পড়ি
স্রষ্টার কাছে দোয়া করি।
বলি সবে রহমানে
পবিত্র এই রমজানে।
শুচি কর ধরা
পবিত্র আলোকে কেটে যাক জড়া।
লাইতুল কদর সৌভাগ্য রজনী
তারই বরকতে পুষ্ট কর ধরনী।
হে পবিত্র সত্তা পরম করুনাময়
মাফ করো পাপি জনে হে ক্ষমাময়।
এমাসের বরকতে
রহমত মাগফেরাত আর নাজাতেে্ে।
করোনার কর অবসান
সবাই যেন প্রশান্ত মনে গাইতে পারি গান।
”ও মোর রমজানের ঐ রোজার শেষ
এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন
আসমানি তাগিদ।”
কবুল কর ওগো প্রভু আমার এ প্রার্থনা
এ ভালে ওগো মালিক শান্তি ফিরিয়ে দাওনা।
কোলাকুলি করে বুকে বুক ধরে
হাতে হাত রেখে মোসাফা করে
ভ্রাতৃত্বে বন্ধনে জাগাও এ জাহান
কবুল কর
কবুল কর
হে দয়াময় হে মহান।
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ