আসব আবার ফিরে

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার, ০৩:২৭:১৫অপরাহ্ন কবিতা ৭ মন্তব্য
ওগো প্রেয়সী তুমি দেখিবে,
একদিন আমি আসব আবার ফিরে
এই নদী নক্ষত্রের দেশে,
হয়তো প্রেমিক হিসেবে নয়
সাধারণ জনতা হয়ে
শীতের হিমেল হাওয়ায় দেখিবে চেয়ে
কুয়াশার চাদর গায়ের বসব আম্রকাননে
ঐ পত্র বিহীন বৃক্ষের শাখায় বসব পাখি হয়ে
গায়ব বসন্তের ভোরে কোকিলের সুরে মিষ্টি মধুর গান
দেখিবে পথের ধারে দাঁড়িয়ে থাকা বুভুক্ষা
লোকে রে সাহায্য করতে।
দেখিবে সেদিন উদাস মনে সন্ধ্যার হালকা বাতাসে
ছুটবো ঘুড়ির পিছনে অবুঝ শিশুর ন্যায়,
অন্নের সন্ধানে ঘুরিব সেদিন ফুলের সৌরভ কাছে
শুধু ওগো প্রেয়সী তোমায় ভালোবেসে।
দেখিবে আমারে তুমি মিছিল মিটিং ভীড়ে
শুধু তোমায় ভালোবেসে আমি আসব আবার ফিরে
সত্যি ওগো প্রেয়সী।
রচনাকালঃ
২৬/০১/২০২১
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ