আশ্রয় (অনুগল্প)

ইঞ্জা ১০ জুন ২০১৭, শনিবার, ১০:০৬:৫৫অপরাহ্ন গল্প, পরিবেশ, সমসাময়িক ২৩ মন্তব্য

তাপিত রোদেলা দুপুর, হেঁটে হেঁটে ক্লান্ত পথিক
মনটা আনচান করে উঠে এতটুকু ছায়ার আশায়
দূরে ছায়াতরু দেখে এগিয়ে যায়, যেখানে ঝিরোচ্ছে রোদে জ্বলসানো রিক্সাওয়ালা
ছায়ার এক কোণে কলাওয়ালা জলগামছা নাড়িয়ে যায় হয়ত নিজে বাতাস নেয় বা মাছি উড়ায়
বড় এক নিশ্বাস ফেলে পথিক বসে পড়ে ছায়াতরুর শিখড়ে
গাছের পাতার নিচে আশ্রয় নেওয়া কবুতর গুলো ঘাড় নেড়ে নেড়ে উঁকিঝুঁকি মারে
হয়ত বুঝতে চাই, তাদের অবস্থানস্থল সুরক্ষিত কিনা
টিট টিট শব্দ দিয়ে এক জোড়া পাখিও এসে আশ্রয় নেয় গাছের শাখায়
মনে হয় সবাই শ্রান্ত আজ, ক্লান্ত আজ
আকাশের সূর্য যে আজ আগুনমুখা
সবারই তো আশ্রয় চাই, ঝিরোতে চাই, এই ছায়াতরুর নিচে
গাছের অন্য পাশে ছেলেরা নিজ মনে মার্বেল খেলে যায়, গরমে তাদের কি বা এসে যায়
হয়ত বয়সের দোষ, তাদের ছুঁয়ে যায়না সূর্যের তপ্ত রোষ
ছায়াতরু আগলে রেখেছে সবাইকে, তার আশ্রয়ে, তার ছায়ায়
যতদিন না পড়ছে সে এলাকার চেয়ারম্যানের কুনজরে
সে বিলিয়ে যাবে তার সব কিছু, সকল মানুষের তরে।।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ