আলোকপ্রাতে (সনেট)

নীলকন্ঠ জয় ১২ ডিসেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০১:০৩:১১অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কাল সূর্য ওঠেনি আকাশে,আজও না
ঘোর অন্ধকারে ঢেকে গেছে এ পৃথিবী
কার অভিশাপে জানিনা এহেন নিশী,
ত্রিলোকে দূর্যোগের প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা।
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস লয়ে
পুরুষ ও কাপুরুষ কাঁপছে সবাই,
কাঁপছে এ ধরা,মা বসুমতি নিকারে
হে প্রভু,পরিত্রাণের নেইকি উপায়?

হেনকালে পূব আকাশে কে দেখা দিলো?
স্বপ্ন নাকি সত্যি এ সংশয়ে মোহিত !
দুঃখপ্রাতে জগদ্ধাতা, নিকেষ কালো
দুঃস্বপ্নকে পিছে ফেলে স্বপ্নে উদিত!!
ভয় নেই তাই চেয়ে দেখ ঐ সম্মুখে
তিমির এ রাতের ত্রাতা আলোক হাতে।।

ছবিঃ অন্তর্জাল

 

নোটঃ (সনেট কবিতাটি "ক খ খ ক গ ঘ গ ঘ , চ ছ চ ছ ঙ ঙ" এই ছন্দে রচিত।।)

প্রথম সনেট। তাই সনেট অভিজ্ঞরা ভুলত্রুটি ধরিয়ে দিলে কৃতার্থ থাকিবো।। -{@

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ