আর জনমে- নীল পোট্রেট

পাগলা জাঈদ ২৯ অক্টোবর ২০১৪, বুধবার, ১০:০৫:১৫অপরাহ্ন কবিতা ১৩ মন্তব্য

বুক পকেটে সুখ জোছনা , সব দিয়েছি
- চোখের তারায়,
হাজার ফুলের নির্যাসে তোর ধিক্ִ কিনেছি
- কি আসে যায় ?

ধূপশিখা প্রেম ঢল দিয়েছি, পাইনি কিছুই
- বাদল মনে,
তোর ঠোঁটে প্রাণ, নীল হাসি গান দেখবো, থাকি
- সংগোপনে।

পঙতি বিলাস, সুর ছুড়েছি বিষুব রেখায়
- নোনতা জলে,
অবাক সকাল, রোদ, গোধূলি ভুল ঠিকানার
- জারুল তলে।

তাও পেয়েছি বন্ধুতা তোর, এই বুঝি ঢের
- এতেই সুখি,
সবাই কি আর চায় বিনিময়, প্রেম শ্বাশত
- চাতক মুখী।

দিলাম কথা থাকবো আশায়, আর জনমে
- আমার হবি ?
তখন না হয় আঁকবি রে খুব, প্রেম সরবর
- কাব্য ছবি।

না হয় তখন বাঁধবি আবার, হৃদ প্রবালে
- ভী-ষ-ণ মায়ায়,
এই জনমে অথৈ জলজ ধিক্ִ কিনেছি
- কি আসে যায় ?

বল অথবা, তুই কিশোরী রাখাল আমি
- মন কেনা তোর,
টিনের চালে প্রেমের তুফান, শিশির ফোঁটা
- আলগা সে ভোর।

সেই জনমে আমার হবি ? ভুলবি কি সব ?
- নেই কোন দায় ?
থাকবো তবে একলা আশায়, ফের জনমের,
- কি আসে যায় ?

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ