আমি সুখের দোকানদার

ক্রিস্টাল শামীম ১৮ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০১:২২:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

আমার কাছে সুখ আছে কাঁচা হলুদের সুখ, বৃষ্টির দিনে নীল রং এর সুখ, কদম ফুলের পাপড়ির সুখ, বর্ষার পানির নিচে কচি শাপলার আপন মনে নিত্যের সুখ, নৌকার মাথায় বসে মুক্ত হাওয়া খাওয়ার সুখ, পরন্ত বিকেলে হলুদ পাঞ্জাবি পরে লাল সূর্য দেখার সুখ, লুকিয়ে লুকিয়ে পাশের বাড়ির ভাবীর মিষ্টি হাসি দেখার সুখ, সকালে কয়লা দিয়ে দাঁত মাঝতে মাঝতে পাতি হাঁসের মিলন দেখার সুখ, ঢাকা থেকে আশা ছোট চাচার মেয়ের রোমান্টিক কথা শুনার সুখ, সকালে চোখ ডলতে ডলতে মেজো ভাবীর চুলের পানি দেখার সুখ, আব্বাকে আরেকটা বিয়ের কথা বলে আম্মার হাতে বকা খাওয়ার সুখ।

 

 

আমার কাছে সুখ আছে রক্ত জবা লাল রং এর সুখ, বরদুপুরে ইস্কুল ফাঁকি দিয়ে বড় আপুদের হাতের লাল চুড়ি দেখার সুখ, খলিল স্যারের মেয়েকে আই লাভ ইউ বলে লাল শাপলা ফুল দিয়ে ছোটলোক শুনার সুখ, টিফিনের টাকা বাঁচিয়ে বড়লোক হওয়ার সুখ, সূর্যবানু মেডামের কপালের লাল টিপ আর শাড়ী পড়া দেখার সুখ, মনে মনে ইস্কুলের বড় আপুর সাথে প্রেম করার সুখ , ইস্কুল থেকে আশার পর নৌকা ডুবিয়ে সবাইকে ভিজিয়ে দেবার সুখ।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ